নিস্তব্ধ একাকী নিরালায়
উষ্ণ জ্যোৎস্নালোকের ছটায়
অবগাহনে নিমজ্জিত বিশ্বাসী চেতনায়
একাকী নিরালায়--
খুঁজে ফিরি সেই দ্যুতি, আলোকচ্ছটা
সেই শান- সেই মান- সাচ্চা কলতান।
পাপ-পঙ্কিলতার খোলস ছেড়ে
দীপ্তিমান, জয়গান।
সেই দ্বীপশিখা নেভে নি আজো;
ঢিমে ঢিমে, টিমটিমে আলো প্রজ্বলিত।
একটু আঁচ, বাড়াবে কে আজ?
ঘোমটা তুলে ভুলাবে কে লাজ?
জয়োধ্বনিতে উড্ডীন কেতন তলে-
ছাড়িবে হুঙ্কার।
সেই স্বর্ণ যুগ; যে বুজুদিলে ধ্বংসিল সব
ভাইয়ের লহু তে রাঙ্গালো হাত, ভুলিল রব
লাখো বুজুদিল, হৃদে দিলো খিল
নৈতিকতায় ঢিল
ধ্বসিল সেই উল্লাস, শৌর্য-
নিদ ভাঙ্গেনি আজো, ভুলে গেছে সেই বীর্য
তাদের আহ্বান--
আস অবগাহনে প্রজ্জ্বলিত আলোকচ্ছটায়
হও দীপ্তিমান।
হও আগুয়ান, ওগো নওজোয়ান,
ধরো শক্ত হাতে
সীসা ঢালা প্রাচীরের মত,
সেই নূরুদ্যান।