জীবন নদের পাড়ে বসি
মনের কোণে অংক কষি
গুণে গুণেই যাই,
ঘোলা পানির টলটলেতে
ছোট্ট নীলাভ ঢেউগুলিতে
হিসেব নাহি পাই।
জীবন থেকে সময়গুলি
ঢেউয়ের তালে দুলি দুলি
ছোট্ট ডিঙি নায়,
চোখের জলের টলটলেতে
মনের জলের ছলছলেতে
কোন বা পথে ধায়।
ভাল-খারাপ এই জগতে
খারাপ নামের সয়লাবেতে
জড়াজীর্ণ মন,
ভাল নামের পরশ পেতে
সত্য পথে এগিয়ে যেতে
খুঁজে বেড়ায় ক্ষণ।
কিন্তু মনের ভাঁজে ভাঁজে
দুষ্টু মনের কাজে সাজে
আকাশ জোড়া মেঘ,
তীব্র ঝড়ের দমক দিয়ে
দমকা হাওয়ায় দেয় থামিয়ে
ছোট্ট নায়ের বেগ।
ছোট্ট নায়ে বসে আমি
জীবন নদে থামি থামি
কীইবা পেলাম আজ?
ঝড় ঝঞ্জা বিপদ পিছু
সত্য পথের ক্ষণ কিছু
না কি শুধুই লাজ?
সফলতার শিকড় হতে
সফলতার শিখর পেতে
ছোট্ট নায়ে চড়ি,
জীবন নদে পাড়ি দিয়ে
চলছি কি ভাই সোজা ধেয়ে
সত্য পথে ধরি?
শেষবিকেলটা আসবে যবে
জীবন সূরুজ অস্ত যাবে
সেই সময়টার লাগি,
জড়াজীর্ণ পায়ে মলে
সফলতার মালা গলে
উঠছি কি ভাই জাগি?
জীবন জুড়ে কত হিসেব
করে গেলাম বে-হিসেব
কত খাতা শেষ,
জীবন খাতার পাতা খুলে
অংক কি ভাই করছি ভুলে
দেখছি অনিমেষ?