তোমার সব না পাওয়ার কষ্টে মিশে থাকা
শত অভিযোগের মিছিল
ভারী হয়ে আসে চোখে
কখন যেন ফুরিয়ে গেছে
গ্রীষ্মের রোদ আষাঢ়ের বৃষ্টিতে
তারপর নিয়ম করেই শূন্যতা
বার বার এসেছে ফিরে,
ব্যস্ততার রোষানল জুড়ে ছিল
বেখেয়াল এর মহড়া,
এমন করেই কেটে গেছে কতকাল
অনন্ত অপেক্ষার অবসান ঘটুক,
শূন্যতার ভূবনে তোমার আজই
কিছু একটা হোক পাওয়া!