যে চাঁদ সুকান্তের কবিতা ছুয়ে
ঝলসানো রুটির ন্যায় এখনো
প্রবঞ্চনা দেয় ক্ষিদে মুক্তির
সে চাঁদ আর যারই হোক
আমার না,
ওই জোসনা তুমি গায়ে মাখো
অন্ধকারে চই চই করে দারিদ্রের
খালি পেট
জোসনা বিলাসে তুমি স্নিগ্ধ হও
সভ্যতার উদ্ভাবনী কড়াল গ্রাসে
পেশাজীবী কিছু মানুষ এখনো
ঘর্মক্লান্ত,
ছুটি হোক দারিদ্রের
একদিন আমিও জোসনা নিয়ে
দুয়ারে দাঁড়াবো, গায়ে মেখো!