কি বিশ্রি নিরবতা!
ভেতরে ভেতরে
তুমিও ভাঙো, আমিও ভাঙি
যেখানে নিয়ত বিশৃঙখলার দখলে
রাজ্যের যত শৃঙখলা..
তবু সেই দিন চাই, প্রবল সুরে
আলোর মিছিল, মশাল পোড়াক
জরাজীর্ণ আচার বিধান, শূন্য উড়ুক ছাই..