আমার শহর জুড়ে নিরবতা ছিল
শুনশান চারিদিক ভাঙেনি
নীরবতার গহীন শৃঙ্খল
জীবনের কোন রঙই টানেনি
কীটের ন্যায়
আনন্দ, বিরহ কিংবা নিরপেক্ষতা
সব ছুয়ে গেছে মৃদু হাওয়ার ন্যায় নিশ্চুপ
গভীর করে শুধু ভেতরের ক্ষতই বেড়েছে
খানিক সংবেদনশীলতা ইন্দ্রিয় কে
জানিয়েছে বারবার
এ শহর বিরানভূমি শুধুই একা
তুমি শুধুই একার
কেউ থাকে না, হয়তো থাকতে নেই