হিন্দু দাদা সামনে এলে
মুসলমানে বলে,
আসবিনে তুই তনু ঘেষে
জাতটা যাবে চলে !
মুসলমানে বসলে কাছে
হিন্দু দাদা শোনায়,
রাম ! রাম ! হরি-কৃঞ্চ-হরি
তওবার মন্ত্র আওড়ায় !


.
জাতের বড়াই করলিরে ভাই
সল্প কুটির নীড়ে,
যমের রাজা আসবে যেদিন
যাবি কোনসে তীরে !
ছোট জাত বলিয়া তারে
দিলি কতই গালি,
বলতো- কোন জাতটা নিয়ে তুই
মাতৃধামে ছিলি ?


.
জন্মের বেলায় যে জাত ছিলি
ওহে জাতওয়ালা ভাই,
নিধনকালেও ঐ জাত লবি
বলে- বেদ-কোরান তাই।