.....এক.....
হেঁটে হেঁটে ক্লান্তিকর পথ-প্রান্তর পেরিয়ে
বৃদ্ধ বটের ছায়ায়,
একটু বিশ্রাম নেব বলে
বসে আছি একা,
অচেনা ব্যস্তময় এক পাড়া গাঁয়।


দেখি স্বর্গের আবাস তথায়,
সবুজ-শ্যামল শোভামন্ডিতায়
আঁকাবাঁকা এক স্বর্প নদী,
বয়ে চলিছে গাঁ অবধী।


চারিপাশে অপূর্ব এক কুন্দ,
এ যেন এক অজানা দ্বীপপুঞ্জ !
জীর্ণ-শীর্ণ এক বালক আসি-
"কে গো তুমি ? কি চাও বল ?"
বলিলাম- "এক গ্লাস জল খাইব",
ভাবি- তাহার সাথেই ভাব করিব।