.....চার.....
মন নাচি উঠি বলিলাম তায়-
"একা আইলি, স্বামী আইল না ক্যায় ?"
শুনিয়া বুক ভাসাইল কাঁদি,
সে কি তার কান্না ! হায় হতভাগী !


কিছুই বুঝিবার নাই যে বাকি।
গাঁয়ের সালিশী বৈঠক হল,
আরো উল্টো নাকটা কাটা গেল !


একজন আসি করিল বরণ,
ঠেকানো গেল কলির মরণ।
ভদ্র লোকটির ছিল পৌষ মাস,
বয়স তাহার আনুমানিক পঞ্চাশ।


রমজান মিয়াও গায়ে বেজায় কালো,
শৈশবেই কলিরে বাসিত ভাল।
কত বছর তাহারই সাথে কাটি,
কইতে পারে নাই মুখটি ফাটি।