গিয়েছি সেদিন হাটে,
শত লোকের ঠেলা-ঠেলি
দেখি নয়ন পাটে।


ভীর ঠেলে এক বাবু সাব তথায়
হাটিছে আনমনে,
কাছে আসতেই বলি-
ওহে বাবু, দাঁড়াও এখানে।


সাব হেসে কহে- জলদি বলেন
আমার অনেক কাজ,
একটু যেন অবাক হলাম
তাতে কিসের লাজ!


বলি হেসে- এই রোদ্দুরে
ভীর ঠেলে-ঠেলে হয়েছেন বড়ই ক্লান্ত,
গাছের ছায়ায় একটু বসুন,
বাতাস পেয়ে হোন শান্ত।


বললেন- না ভাই,
বিশ্রামে আমার কাজের হবে সব পন্ড,
বিভূর চোখে হব তবে
আমি যে এক ভন্ড।