হাতের কাছে না খেয়ে
মানুষ মরে,
একটা কড়ি তুমি
দাওনা তাহারে।


হে পন্ডিত মশাই,
বল, কি পেয়ে তুই
করলি এত বড়াই?


দু’কলম বিদ্যা তোর
তাই এত গর্ব,
গরীব বলে তার মান
করলি তুই খর্ব!


তাদেরি মাঝে যে
আসিছে যুগ পেরি,
কত বুদ্ধ, কত ব্রাম্ম
আর কত নবী-মেরি।


তারাও তো কেউ
বাঁশিওয়ালা আর রাখাল,
তাদের মাঝেই বইছে দেখ
স্রষ্টার সুরের সকাল।