ছোট ছোট শিশুরা ঐ
খালে-বিলে-মাঠে,
খালী গায়ে নেচে-গেয়ে
কি করছে ঘাটে?


হাতে তাদের লম্বা ব্যাগ
কাঁধে বয়ে চলে,
সকাল-বিকাল খুঁজে ফিরে
কাগজ-বোতল-থলে।


ভুলে গেছে হাসি-কান্না
ভুলে গেছে খেলা,
জন্ম তাদের বস্তিতে তাই
জুটছে অবহেলা।......................