স্ত্রী, পুত্র, কন্যা আরও করিস
আপনাকে বড়ই যতন,
সারাক্ষণ ডুবে থাকিস
নিয়ে তোর ঐ রতন।


আকালের যমদূত দ্বারে
আসবে যে দিন,
ধবলা বস্ত্র বিনা
কি নিবি সে দিন?


পরের অর্থ, পরের বাড়ি
পরের জমিরে ভাই সবি,
কেন যে করিস তুই
অমন বাহাদুরী ?


রেখেছিস খবর তোর
‘পাড়ের সম্বল’ কত,
মুক্তি মিলিবে ত্যাগে
আছেরে তোর যত।


যে জন হায়, হায়
ছুটি অর্থের পেছন-পেছন,
ওপারের বাদশা পই পই
করিবে শাসন!.................