চেয়ে দেখ কৃষক কাঁধে
লম্বা বাঁশের চলক,
তারি মাথায় আছে যে এক
লৌহ ধাতুর ফলক।


যাতটির গায়ে বড় গুন
কৃষকের ধরি হাল,
জেনে রাখি সবে মিলে
নামটি তাহার কোদাল।


কোদাল দিয়ে মাটি কাটি
কাটি শত খাল,
কৃষক সবে তপ্ত রোদে
কাটে জমির আল।


ম্রমিকেরা রাস্তা বানায়
বানায় শত নর্দমা,
গোবর-সার তৈরি করে
বাড়ায় জমির রূপমা।


এই যাতটি গুনের কথা
কি বলিব ভাই,
দোষের কথা মনে হইলে
গুন যে তাহার নাই।................