আবুল মিয়ার চোখ ফুটিল
নেয় না ঘুষের টাকা,
এই সততাই রূদ্ধ করে
তাহার ভাগ্যের চাকা।


একদিন সন্ধ্যায় নামায শেষে
হাটছে বাড়ির পথে,
কতক শ্রমিক সামনে তাহার
কোদাল নিয়ে কাঁধে!


কথা বলার ফাঁকে ফাঁকে
দিচ্ছে যেন চিৎকার,
কোদাল দিয়ে নিছে কেড়ে
আবুল মিয়ার প্রাণ-তার!


পথে-ঘাটে চেয়ে দেখ
তাজা রক্তের সরাত,
অবশেষে বুঝলাম আমি
কোদালের কি বরাত!...........