ভেস্তে দু’জন প্রেমালাপে
খোদার জারি-জুরি,
শত গাছের ফল খাবে তো
গন্ধম ফলে আড়ি!


.
গন্ধম ফলের রুপের বাহার
আছেরে ভাই শত,
তাহার মিষ্টি মধুর রসেই
মানব কুলের ক্ষত।


.
“এস ভাই, খাবে ফল
আমরা সবে এক দল!”
.
ছদ্মবেশী আযাযিল কয়
মিষ্টি করুণ সুরে,
কেন ভাই তোমরা
খাওনা ঐ গন্ধম কুঁড়ে?......................