ওগো প্রিয়,
তুমি যদি চাঁদ হও
আমি হব তার জোসনা,
চাঁদ যেমনি করে রাতের বেলায়
জোসনা ছড়ায়,
তুমিও তেমনি করেই
আলো ছড়াও আমারি চোখের তারায়।


আর তুমি যদি পাখি হও
আমি হব তবে আকাশ,
পাখি যেমন আকাশেতেই
মুক্ত মনে উড়ে,
তুমিও তেমনি করেই থাক
আমার মনের আকাশ ঘিরে।


আমার প্রেয়সী,
তুমি যদি কলম হও
হব তার কালি,
কলমের কালি বিনে
যায়না যেমন লেখা,
তুমি বিনে তেমনি আমার
হয়না জীবন রেখা।....................