আমার প্রেয়সী,
তোমারও পানে পথ চাহিয়া
রব আর কতক্ষণ,
তুমি আমায় দেখা দিয়া
ধন্য কর আমার মন।


আমি যে আজ বড়ই ক্লান্ত,
সাথে নিয়ে সব শাস্ত্র-মন্ত্র।
কোথায় তোমার দেখা পাই,
বদ্ধ ঘরের বাইরে যাই।


ওগো প্রিয়,
তুমি আর কত দূর,
কত দূরে নিজেকে লুকাবে!
জান নাকি তুমি!
বসুমতি আলোকিত হয়
তোমারি নূরে!..................