ওহ! কি ভিষণ সে ক্ষুধার জ্বালা!
বসুমতি বুঝি দিয়াছে খাদ্যে তালা।


দু’জনে সাগরের তীরে আছি দাঁড়িয়ে,
অশ্রু ছাড়ি আকাশ পানে চেয়ে।
বিধাতার কৃপা যেন ফিরে আসে,
হঠাৎ দূরে জাহাজের ছবি ভাসে।


সাগরে মূর্ত্যের ছায়ায় যুদ্ধে কাতর,
আমরা যত যাত্রি-নাবিক,
বীর নাগর।
দুই মাস দশদিন সাগরের বুকে ভাসি,
শ’ব্যাধি নিযে ঘরে ফিরে আসি।


শ্রান্ত-ক্লান্ত, অবষাদে অচেতন,
নিয়তির সে এক মর্মান্তিক ক্রন্দন।
দুই দিনে ফিরে পাই চেতন,
‘ঈলাবতীর নেই কোন স্পন্দন’!..............