আমার গাঁয়ের নামটিরে ভাই
নাটুয়ার পাড়া,
থাকি সেথায় মিলে-মিশে
কৃষক-কিষানী যারা।


কৃষক-কিষানী টোপড় পড়ে
দলে দলে যায় মাঠে,
আনন্দে তারা নেচে-গেয়ে
সোনালী ধান কাটে।


সবুজ মাঠের বুকে দেখ
কিষান দুপুর বেলা,
সবাই মিলে গামছা মাথায়
ধান নিয়ে করে খেলা।


আমার গাঁয়ের মেঠো পথে
আসছে ওরা কারা?
দল বেঁধে সব কৃষক-কিষানী
মাথায় ধানের ছরা।


সবার পাটে বইছে দেখ
বসন্তেরি দোলা,
কোমড় বেঁধে নেচে-গেয়ে
ভরছে ধানের গোলা।...........