গাঁয়ের নামটিরে ভাই
নাটুয়ার পাড়া,
চারপাশের ঐ বাতাস যেন
পরাণে দেয় সাড়া।


সকাল বেলার বাতাসটা ভাই
করে শোঁ-শোঁ, শম-শম,
সাঁঝের বেলায় আকাশ কেঁপে
বাতাস বয় দমাদম।


গ্রামটা যেন ছেয়ে গেছে
পাখ্ পাখালীর নীড়ে,
সাঁঝের বেলায় বাতাসে ভাই
সুদর্শনা উড়ে।


আমার গাঁয়ের বাতাস বেয়ে
বিমা-কপ্টার চলে,
রকেট চলে পাবক নিয়ে
শুভ্র সমীর মেলে।