গাঁয়ের নামটিরে ভাই
নাটুয়ার পাড়া,
নানা জাতের গাছ-গাছালী
কলা গাছে ভরা।


ঐ দেখ ভাই বাড়ির পিছে
কলা গাছের সারি,
ফালি ফালি পাতার বাহার
আছে লম্বা দাড়ি।


ঐ গাছেরি দাড়িতে ভাই
কলার শত বরাত,
কলা গাছের পাতা যেন
দেখতে লাগে করাত।


কি বলিব কলার কথা
কলায় পুষ্টি ভরা,
বাজারে ভাই কিনতে গেলে
দামটা তাহার চড়া!


কলা গাছের বরাত দেখ
কোন্দলে ভাই সেরা,
আছে আরেক কামান গোলা
নামটি তাহার থোরা।


এই গাছেরি গুণের কথা
রেখ সবে স্মরণ,
গাছ লাগাতে ভুল করো না
হবে বাড়ির চরণ।