এক.
আমি ভালবাসি শুধু
আমার এই দেশের গানকে
যে গানেতে থাকে যেন মধু মাখা,
আমার দেশের মাটির কথা।


আমি ভালবাসি শুধু
আমার এই দেশের গানকে
যে গানেতে থাকে রফিক-সালাম-বরকত
আরও জব্বারের কথা,
আমার দেশের মাটি
তাদের রক্তেই গাথা।


দুই.
আমি ভালবাসি শুধু
আমার এই দেশের গানকে
যে গানেতে শুনি আমি
নজরুলের সেই বিদ্রহী বাণী,
আকাশ-বাতাস কেঁপে
পোর-পোর করে উড়ে
ঐ সত্যের নিশানী।


তিন.
আমি ভালবাসি শুধু
আমার এই দেশের গানকে
যে গানেতে দেখি আমি
বঙ্গবন্ধুর সেই অগ্নিঝরা মূর্তি,
‘বাংলাদেশ স্বাধীন কর,
বাংলাদেশ স্বাধীন কর,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
এ যেন সাত কোটি মানুষের আর্তি।


চার.
আমি ভালবাসি শুধু
আমার এই দেশের গানকে
যে গানেতে দেখি আমি
শহীদ জিয়ার স্বাধীন অমর বাণী,
সুজলা-সুফলা স্বনির্ভর
আমার এই বাংলা খানী।


আমি ভালবাসি শুধু
আমার এই দেশের গানকে
যে গানেতে মিশে থাকে
আমার তোমার পরাণ কাঁথা,
আমার দেশের মা, মাটি ও
মানুষের কথা। (ঐ)