মনের ভিতর বীণা বাজিছে
শোনো সবে কান পেতে,
দয়াল নবী আপনাকে সালাম দিতে
যেতে চাই ঐ সোনার মদিনাতে।
সুযোগ পেলে সেজদা দিব আপনার রওজাতে।


একে একে মনের দুক্ষ যাই বলে
মওলা আলীর তরে যেতে চাই নাজাফ শহরে
ইমাম হাসান সর্দার আছেন জান্নাতুল বাকিতে
কবে যাব সালাম জানাতে।


ইমা হোসাইন মওলা আপনি কবুল করুন
দয়া করে নিয়ে যান কারবালাতে।
ইমাম জয়নাল আবেদিন মালিক,
ইমাম বাকের মওলা আওলাদে রাসুল
আছেন জান্নাতুল বাকিতে,
মায়া করে মওলা নিয়ে জান জিয়ারতে।


ইমাম জাফর আস সাদিক আঃ
ইমাম মুসা কাযেম আ: বাগদাদে,
আওলাদে রাসুল পাকের তরে
সেজদা চিরতরে।


ওগো ইমাম আলী রেজা মওলা
দয়া করে করুন মোরে করুণা,
যাব কবে আপনার কাছে
সেই আশায় দিন এই আমি গোনে।


ইয়া  ইমাম আলি তাকি আ:
ইয়া ইমাম আলি নাকি আ:
ওগো ইমাম হাসান আল আসকারী আ: পাক,
মনের ভিতর যন্ত্রণা,দেখা করতে বড় বাসনা।


ওগো হাউসে আযম পাক মওলা
বড় দয়া করে দিয়েছেন মোরে কাদেরিয়া তরিকা,
সালাম ও সেজদা আপনার চরণে,
পেতাম যদি চরণ ধুলা, লাগাতাম সুরমা করে।
আমার সমস্ত দেহ বিলিয়ে দিয়েছি,
ধন্য হতাম রাখতেন যদি পা মোবারক মোর মন মস্তিষ্কে।


যামানার গাউস ওগো আওলাদে রাসুল
দরুদ ও সালাম জানাই,


সেজদা দিলাম,করুনা করে কবুল করুন
একবার হলেও সাক্ষাত চাই।
লুটিয়ে পড়ব ওই পাক কদমে
তাকিয়ে থাকব সব ভুলে ওই নুরানি বদনে।


করলাম মনের আশার আর্জি পেশ,
মালিক কবুল করবেন,এই আশায় আছি,
অপেক্ষার হবে একদিন শেষ।