বাংলাদেশী শীত
-
আসাদুর
.
কুয়াশাছন্ন শীতের সকাল, শুধু অন্ধকার,
টগবগে রোদ দিচ্ছে কিরণ দুপুর বেলার।
সুর্য হেলে পড়ে,আসরের আযান হয়,
রোদ থাকে, তবু   ত্বেজ তার নাহি রয়।
.
শুষ্ক বিকেল, থাকে আদ্রতায় ভরা
কেটস,ট্রাউজার, জ্যাকেট জড়িয়ে ঘুরতে বের হওয়া,
সন্ধ্যাটা নামে ভেজা কুয়াশাকে নিয়ে
রাত গভীর হলেই,শীতের প্রকোপ বাড়ে।
.
কনকনে শীতে জুবুথুবু অবস্থা
শীত কাহাকে বলে! জানেন দুস্থরা।
ঘন গভীর কুয়াশায় বাড়ে গাড়ি দুর্ঘটনা
গরীব শিশু বৃদ্ধগন পায় মরণ যন্ত্রণা।
.
মাঝেমাঝে খবর আসে, ভেসে ভেসে
বেশিরভাগ উত্তরবংগে মানুষ, শীতে মারা গেছে।এই হলো বাংলাদেশের শীতের অবস্থা
ভালো দিক থাকলেও,
শীত কবে বিদায় হবে, করি শুধু প্রার্থনা।