ভরা পূর্নিমার চাঁদের চেয়েও উজ্জ্বল
লাড়কি কে করবে সে বিয়ে,
দুই বন্ধু এ নিয়ে কসম যে কাটে-
ফতোয়া  খোঁজে বিয়ের পরে, মোল্লাকে আয় নিয়ে।
মানুষ কি চাঁদের চেয়ে সুন্দর হতে পারে?
সকলে বলে নাহ! নাহ!
এখন কসমের কি হবে?
পুরা পারস্য পন্ডিত ফতোয়া দেয়
যাহা বেশ শক্ত ও কঠিন, মানতে হবে।


ছোট্ট এক যুবক(ইমাম আবু হানিফা), মাইক হাতে নিয়ে,
সকলে মাথা ঝুঁকালো লজ্জায় যেন রাঙা  টিয়ে,
কোরান খুলে দেখেনি কি কেহ,
আমি মানুষ কে সৃষ্টি করেছি অতি উত্তম করে,
চাঁদ কি মানুষের থেকে সুন্দর হতে পারে?
কোরানের জ্ঞানের অধিকারীরা এ ভুল করল কেমনে!!!
সৃষ্টির সেরা মানুষ, রাখিও হুঁস।