দিয়েছিলি তুই মৌচাকে ঢিল মনের ও ভুলে,     ভুল করেছিস তুই বুঝবি ঠেলা মৌমাছির ও হুলে।


ঈশারায় ঐ যাই রে বলে ,মৌচাকে যে ঢিলে
বড় সে ত নয়,ছোট শিশুরা ঢিলে খেলার ছলে
তুমি হুল খাবে নয় ত কে খাবে?
বড় হয়েও শিশুর মত কাজ করিলে।


ভেবো না দেশবাসীকে দুর্বল সত্তা যে
পঁচা শামুকে পা যে কাটে
বুঝবে পরে হুল ফুটানোর নয় আগে
পা দিয়ে মারিও না ফুলের ও বাগে।

মানবের অধিকার ধুলোয় গুলোয়-
তোর মদদে,
দেশের অর্থ আটকে দিলো যা পাচার করেছিলে।
সাবধানে থেকো যে, সতর্কতা দিওনা উড়িয়ে
বে- নজির দেখিলো দেশ তোর কলংকো তিলকে।