বিশ্লেষণ
-আসাদুর
.
মৃদু বাতাস বইছে,বেলকনিতে আমি
আহ!স্নিগ্ধতায় হারিয়ে ফেলেছি নিজেকে,
হারানো সময়টুকু একসাথে ছিলাম আমি আর তুমি।
.
বৃস্টির ঝাপটা পানি গায়ে, ফিরে এলাম নিজেতে
ঠাণ্ডাবাতাস শেষে ঝিরিঝিরি বৃস্টি পড়ছে
খেয়ালই করিনি, আক্কাস কে বলছি চায়ে চিনি কম দিতে।
.
জানো আজ-কাল সব আমাকেই বলে দিতে হয়
তুমি থাকলে আমি নিশ্চিন্তে থাকতাম,
তাই মনে হয়, এসব কি শাস্তি নয়?
.
তবু বারবার ভাবলেও, আবার ফিরে আসি
তোমাকে ফিরিয়ে আনার চিন্তা থেকে
অহং অনেক, তাই হয়তো দূরে আছি।
.
হয়তো একযুগ শেষে,হিসাব কষলে
দাঁড়াবে এমন যে,ফলাফলে প্রাপ্তি শুন্য,
অন্তর বলবে, "দু'জনে কেনো কস্টকেই বেছে নিলে?"
.
জানি দরজা খোলা, তোমার-আমার
দেখি কে আগে আসে, এই ভেবে যৌবন যাচ্ছে পেরিয়ে
বোকারাম আমরা ! আসলে দু'জনেই শক্ত হিয়ার।