বৃক্ষছায়ায় বনের রাজায় -
সিংহাসন বসায়ে রাজ্য চালায়,
মাথার উপর নরম শাখায়
পাখিরা সবাই বিসঠা ফালায়।


রাজ্য করতে নোংরা, সাহস দিল কাহারা?
পাখি না ধরে, পাখিদের পিছনে কে রে!
সামনে আছে তারে ধরে নেন রিমান্ডে,
সব বলে দিবে সব  মারের ঠেলাতে।


বানর এক লাফে, শাখায় উঠে
এই সুযোগে হিসু করে রাজার মাথায়,
দোষ চাপিয়ে বলে,
পাখিরা বহুত বজ্জাত হ্যায়।


গাছ কাটার হুকুম হলো
কাটা গাছ রাজার উপর ফালায় দিলো,
শিয়াল পন্ডিত এগিয়ে এলো,
রাজার ক্ষত য় তেল লাগালো।


চিকিৎসার ব্যবস্থা করে
শিয়াল নিজে রাজ্য চালনা করে,
মরে গেলেও বলবি তোরা
রাজা আছেন ঘুমে,এই যে চলছে চিকিৎসা।


শিয়াল বসে হিসেব কষে
গাধা ত শান্ত,
তবু কেন তারে নাহি মানতো?
রাজা তাদের পছন্দ হয়নি হয়তো।


গাধা যদি হয় রাজা -
বইবে কে বনের বোঝা!
সবাই তারে টিটকারি করতো,
শিয়াল বলে সিংহ মামা ছাড়া উপায় নেই আর ত।


রাজ্যে যদি থাকে এমন বুদ্ধিমান কেউ
আসবেনা গহিন বনের  চাপের ঢেউ।
নচেত, ঘরে অখুশি -বাহিরে ঘেউঘেউ
খুঁজবে সবাই সুখের মাছি,বাঘ করবে মেঁও মেঁও।


---- আসাদুর রহমান