কথোপকথন
- আসাদুর রহমান
২৬/০১/২০২৩ ইং


রাগ করে কেন বাবু টা ?
কি চায়?  
ও কিছু না, আপনার মাথা টা চায়।


রাক্ষসের ঘরে এসে ত ভয় পেলে চলবে না।
ওহ! হাহাহা,  দারুণ, বাপ কা বেটা।
ছোট বাবু আগে মাথা খেতে নেই।


ওই থেকে চলিত হলো, তোমার মাথা খেয়েছ নাকিঃ
শিশুদের কে বনসাই বৃক্ষের মত তৈরি করতে হবে।
জ্বি জনাব, যে ভাবে ইচ্ছা সেই রকম আকৃতি দিব।


গাধা!  কিভাবে?  বিস্তারিত মোরে বুলাও।
প্রথমে বাচ্চাদের মাথা খেয়ে ফেলতে হবে।
শাবাশ। তাদের ব্রেনে ঢুকিয়ে দাও
গাদি গাদি পুস্তক ছাপাও,
তাদের বিনামূল্যে পড়তে দাও।
সাথে চটকদার ছবি ও লাগাও।


নাকে তেল দিয়ে ঘুমান কর্তা,
আগামী ত্রিশ বছর এরাই পা টিপে দিবে আপনার।
দেইখো মীরজাফরের রক্ত যদি ছ্যাড়াব্যাড়া করতে চায়-
তবে তারে গাধা মনে করবে কেমন,
জ্বি কর্তা মুলা ঝুলিয়ে দিব সামনে,
ও আপনি চিন্তা করবেন না।
বিনামূল্যে পুস্তক দিয়ে,তাদের মাথায় ঘি রেখে খাওয়া
হাহাহা বাহ! তাদের বলে আবার চেতনা।


ঘুমিয়ে আছ কিভাবে হে চেতনাবাজ জাতি
কি শিখতে পাঠশালায় পাঠালে,খেয়াল রাখনি।
(গদ্য কবিতা)