তোমরা এমন করো কেনো?
প্রশ্ন করেছি, উত্তর কেউ কি জানো?
তেলের দামে হাঁপিত্যেশ সবার
সহ্যের সীমা পেরিয়ে, কি আছে বলার।
হায় রে জাতি মোরা
মীরজাফরি করে মন্ত্রীরা,
অর্থমন্ত্রী বলিয়াছিলেন যখন
তোমরা কি শুনেছিলে তখন
কস্ট কই রাখি
পঞ্চাশ টাকা হোক চাউলের কেজি
খোদ সরকার চায়, আর কি।
ধু ধু করে বাড়ছে দাম
কখনো পে্ঁয়াজ কখনো রসুন
সয়াবিন তেল বা পাম।
বাণিজ্য মন্ত্রণালয়
হাহাহা,  কথা দিয়ে পুস্প জয়
মনিটরিং কমিটির ঘাস কাটার সময়।  
আহ! স্বাস্থ্য মন্ত্রণালয়
চুরিতে তার জুড়ি রয়
বাহ! শিক্ষা মন্ত্রনালয় বাহ
ভার্সিটির জমি কিনতে চুরি না করলে নয়।
ওহ প্রধান যিনি
তাকিয়ে তাকিয়ে দেখেন তিনি
বোন পোলা আত্নীয় স্বজনের ভাগ
ঠিক মতো পেলেই হয়।
চুরি করো সবাই দিনে দুপুরে
প্রধাণের নাকে ডলার রেখে দিয়ে
কিচ্ছু হবেনা তোদের
খা সব লুটে পুটে।


এখন খাবি কি
জনগণের পকেট কাটি
দেশের গ্যাস আমদানি নয়
তবুও বছরে বছরে বাড়াও
আমদানি করতে হলে কি হতো বাউ রে বাউ।