রাতের আকাশে জোসনার আলো
মাদুরে বসে দেখেছি কত,
সেই দিন গুলি কোথায় গেল।


যে সময় করে আনন্দিত
গল্পে গল্পে  থাকত  মুখরিত
ছোটরা ঘুমিয়ে পড়ত,গল্প চলত অবিরত।


দাদু নানুদের সাথে স্মৃতি গুলো
মনে পড়ে যত,শৈশবই ছিল ভাল,
বড় যান্ত্রিক আধুনিক মানুষ গুলো।


দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ত সবাই পুকুরে
ছোঁয়াছুয়ি লুকোটো খেলতে সবে পানিতে,
ইচ্ছে করে সেই দিন গুলিতে ফিরে যেতে।


নদীর ওপর কাঠের নৌকা
নৌকায় ছিলনা  ত বৈঠা,
বাঁশের সাহায্যে দিতাম ঠেলা,মালিক এলো পালা পালা।


সারাদুপুর ভিজে চক্ষু হত লাল
মারের ভয়ে ভাঁজ হত কপাল,
সবাইকে নিয়ে যেয়ে দিতাম পরিস্থিতি সামাল।


বাবা ছিলেন রাগী মানুষ  
রাগলে তাহার থাকত না হুঁশ
পিটিয়ে করত যে বেহুঁশ।


এরই মাঝে কখন যে এসে গেছি কৈশোরে
কৈশোর পেরিয়ে এখন যৌবনে,
অপেক্ষায় আছি ডাকবে কখন বার্ধক্যে।


এরই মাঝে পেয়েছি ইসলামের দর্শন
পীরের হাতে বায়াত হয়ে ধন্য এ জীবন,
নাতিরা খেলবে উঠোন, দাদা নানা হব যখন।


পরিবার নিয়ে করব সফর
মক্কা মদিনা আলিগনের অন্দর
বলে দিলাম ইচ্ছে যত আছে এ অন্তরের ভিতর।