অন্ধকার নয় তবু দেখি ধোঁয়া ধোঁয়া,
ভোরবেলা নয় তবু দেখি কুয়াশা,
আশেপাশে ভাবুক
চাটুকার আর মিথ্যুক
বিষন্ন পরিবেশে থাকাটা কিন্তু মূর্খতা
কি আর করা, মুখ তুলে তাকায় যদি বিধাতা।
চুপচাপ দেখি টুপটাপ বৃষ্টির পানি
নিজের চিন্তার ব্যাপক পরিবর্তন আনি,
আকাশের নয় কান্না
মাটির সাথে মিলন মেলা,
বৃষ্টির ফোটা মিলিয়ে দেয়, এটা প্রেম জানি
কুয়াশাচ্ছন্ন পরিবেশেও মিলে মিশে থাকি।