কোটিতে গুটি মিলে,লাখের ঘরে না,
নাকের ভিতর জ্বলে পুড়ে যায়
অন্তরে বহে সুগন্ধি,এই ধরায় পাবিনা।
কালো শাহ বাবা তোমার নামে
লোক মোরে মন্দ বলে,কলংক ছাড়ে না।


মুশরেক- শিয়া, আর কতো বেদনা,
এই অপমানের মালায় বিশ্বাস করো কস্ট হয়না।
তোমার নামের জপ মালা,
গোঁসাই তফিস বলে বিস্তারের চলে বেলা,
আমি কাংগাল কে কেন মনোনিত করিলা,
গুরু না চাই,ভক্ত হয়ে থাকতে চাই,
দয়াল কবুল করনা।


বরযখ হেরিনু, দমে দমে নাম জপিনু,
দেখি এ ত সোনার আয়না,
দু চোখের কোনে বিজলি জ্বলে
স্থির থাকেনা।
কোটিতে গুটি মিলে, লাখেও না।