অন্ধকারে, সন্ধ্যা বেলারো পরে
ফোটে ফুল হাসনাহেনা,
সুগন্ধি এত মন করে মাতোয়ারা,
সর্প আসে সেথায় ,যেওনা যেওনা।


চন্দ্র রাতেরো মিস্টি জ্যোৎস্না
দেখা যে হলোনা,
ফুল ফুটে ছিল কেয়া,
ঝরে পরে আছে, দেখ দিনের বেলা।


ফুল কি তব মোর অধরা
বলনা বলনা,
জীবনের পথ এত আকাঁ বাকাঁ
কত হোঁচট যে করছে অপেক্ষা।


নদীর মাঝে দেখে আকাশ
হিসেব ত মিলেনা,
উর্ধ্ব পানে চেয়ে চেয়ে
রংধনু দেখ ত রঙিন স্বপ্ন বোনা যায় না।
- আসাদুর রহমান
০৯/১০/২০২৩ ইংরেজি