বাহিরে শত্রুসেনাদের পাহারা হাতে নাংগা অসি


ভিতরে শুয়ে মওলা আলী দিয়ে চাদর মুরি।
হিজরতের পূর্বে রাসুল ডেকে বলিলেন
আমার বিছানায় শুয়ে থাক,আমি হিজরতে গেলেম।


সংগে নিলেন আবুবকর রাদিআল্লাহু তাআ'লা আনহুকে
"আমানত গুলো ফেরত দিয়ে তিন দিন পর দেখা করবে মদিনাতে।"
দেখা হবার আগে মৃত্যু তব আমার কাছে নাহি আসিবে।
এই ভেবে নিশচিন্তে ঘুম দিলেন শত্রুদের অস্ত্রেরও মুখে।


শত্রুদলে ঘেরা মওলা আলী যে ঘরে শোয়া
আল্লাহর রাসুল বেরিয়ে গেলেন দিয়ে চোখে ধূলা
সারা রাত্র কাটে শত্রু পাহারায়,
তারা ভাবে মোহাম্মদ নবী শুয়ে আছেন বিছানায়।


আরবে নীতি আছে এখনো-
রাত্রে বেলা ঘরে ঢুকে আঘাত করবেনা হলে শত্রু ও
সকাল হলে ঘরে ঢোকে,
মুখ  দেখে বলে মওলা আলী যে।


হিযরতের ও পথে এক গুহায় আশ্রয় নিলে
শত্রুদলের পায়ের শব্দ পেল আবুবকর যে
সাথে আছে আল্লাহর নবী তবু ভয়পেয়ে বলে উঠি
সান্ত্বনা দিলেন নবী, আল্লাহ সহ আছি মোরা তিন জনই।


কোথায় তব আলীর মাকাম, কোথায় আবুবকর
মোল্লারা শোনায় তালিকা করে, কে কত নম্বর।
আফসোস সেই জ্ঞানপাপী দের তরে
কোরআন-হাদিস পড়ে ও মওলা আলী চিনলি নারে।


যার মর্যাদা যতটকু, দিও তারে ততটুকু
ইমান হতে যেওনা দূরে ,দিয়ে বুঝ ভুগু-চুগু।
আলীর শানে অনেক আয়াত আছে কোরআনে
মোল্লা ঢুকে দেখ জ্ঞানের দরজা দিয়ে।