হক তেলাফি
- আসাদুর রহমান


চলছে তামাশা
গরীবরা তোরা মরে যা।
মিটেছে  আশা
পেট ভরেনি ত কি হয়েছে?
দেখেছ  ত উঁচু উঁচু অট্টালিকা।


খিদে লাগলে দেখবি তোরা
পদ্মা নদীর ইলশে পোলা
উঁহু,  স্বপ্নে পাগলারা।


বাজারে এত দামি জিনিস
চালের কেজি ষাট টাকা
রুপালি ইলিশ তিন হাজার টাকা জোড়া
তবু কেন তোরা নাহি কিনিস?


চাকরি করিস, বেতন বাড়ে না?
পাগলা! চাকরি যে আছে এটাই ভরসা।
বাজারে দামের সাথে, বেতনের সামঞ্জস্য নেই!
হো হাহাহা, ওটা বড় বাবুদের পশ্চাৎ দিয়ে দেই।
তাই তোদের দিতে পারি নেই।


ওদের দিব, তোরা মরে যাহ!
তোদের দিয়ে কি হবে, তোরা ত কামলা।


ধনীদের ঘুষে হাত যায় এগিয়ে
গরীবের পেটে লাথি মারলে
হাউজে কাওসারে দেখা হবে
হক নিব দয়াল নবীর থেকে,
হক মারার দায়ে তোমাদের কি হবে?