নবী ইব্রাহিম বড় হলেন
তাঁর চাচার ঘরে,
চাচা আযর মূর্তি বানায়ে
বিক্রি করত বাজারে,
নিজে বানায়ে নিজেই
করত পূজা,
চাচাকে বলতেন তুমি বানাইছ
তুমিই এর সৃষ্টিকর্তা,
এর সামনে কর না মাথা নত,
চাচার সাথে এই নিয়া দ্বন্দ্ব। ।


একে একে সব মূর্তি কে বলে
কলা খাবি খা, খাস না কেন রে,
ভোগের কলা খায়না দেখে
একে একে সব মূর্তি ভেংগে ফেলে,
বাদশা নমরুদ তাকে অগ্নিকুন্ডে দেয় ফেলে।


ফেরেস্তা জিবরাইল অস্থির হইয়া যায়
নবী পড়িলেন এ কেমন পরীক্ষায়।
আগুনের ত্ব্বেজে কাছে যাওয়া দায়,
দোলনা বানায়ে, সেখান হতে ছুঁড়ে দেয়।
জিবরাইল আসিলেন, হে নবী সাহায্য করি আপনাকে,
নাহ! আমার আল্লাহ ত দেখছেন আমাকে।
আল্লাহর হুকুমে আগুন হলো ফুল বাগান,
সেই বাগানের সুবাসে আজও সুরভিত মুসলমান।