ইয়া মওলা হোসাইন, ইয়া মওলা হোসাইন।
আজ শহীদে কারবালার চল্লিশা পাকের দিন।
ব্যাথা ভরা মনে, কস্টে যায় প্রাণ টা ছিঁড়ে
দিন ইসলাম কে রক্ষা করলেন মাথা দিয়ে।


সত্য মিথ্যার পর্দা দিলেন খুলে
দেন নি হাত জালিমের হাতে।
আজ মোদের রক্ষা করলেন নিজের জীবন দিয়ে,
জামিল কে চিনেছি আছে তারা এই সমাজে-
দাড়ি টুপি হুব্বা কুব্বা জুব্বা লাগায়ে।


ইসলামের পতাকা আছে উঁচু শানে
কারবালায় আজীম কুরবানির বিনিময়ে।
আপনি ছাড়া ইসলাম নাই
ইসলাম এসে বলেছিল,
মওলা আপনার কাছে আশ্রয় চাই।


শত্রুরা আজও আছে চুপে চুপে
ইমান কে নিয়ে যেতে
হোসাইন প্রেমিক যারা
ভয় নাই তাদের, সিংহ ত্বেজে দীপ্ত তারা।


হুঁশিয়ার হও বাতিল যাহারা
সাহসী মোরা,
এসোনা মোদের কাছে
দলিলে  ভেসে যাবে,
কলবে যদি ময়লা থাকে,
দলিল দিলেও বিরোধিতা করবে,মানতে পারবে না।
সাবধান ভুল ভাল প্রচার করতে এসোনা।


হোসাইনের প্রেমিক যাহারা
সত্যের জন্য সব ছাড়বে,তবু মাথা নত করবেনা।