জাগরণ
-আসাদুর রহমান
ঘুমিয়ে থেকো না বন্ধু-
আড়মোড়া ভেংগে ওঠো,
নিজেকে জাগাও, ভেবেছ কি-
প্রভু এসে জাগাবে কভু।

ভুল বন্ধু ভুল ভাবনা,
ধর্ষিতা বাচ্চার শালিসি বিচার -
না পেয়ে বাবা করে নিজের প্রতি অবিচার-
বাপ বেটিকে নিয়ে দেয় মার্কিন কাপড় ঢাকনা।

কেন বন্ধু এমন করে ঝড়ে গেলে
কেনো হলোনা তোমার জাগরণ,
ভেবেছ প্রভু এসে হাল ধরবে কোন কালে!
নাহ কখনো না, তুমি জাগলে তবে প্রভু জাগবে।

ভুল বলিনি বন্ধু
তোমাতে সওয়ার হবে প্রভু
যদি থাকো ঘুমিয়ে লাভ হবেনা কভু
জাগো!হোক জাগরণ,ধর্ষক কে শিক্ষা দিয়ে খান্ত হবে তবু।
১৭/১১/২০২০ইং