নয়নে আগুনের ফুলকি
মুখে ফোটে বিষের খই,
মানুষ রুপে জন্মিলে ও
মানুষ তারে নাহি কই।


ক্ষমতায় যাওয়ার নেই ক্ষমতা
গায়ের জোরে থাকে বসে,
কত থু থু যে তাহার নাম শুনলে,
রাখা যায় না হিসাব কষে।


গায়ে হাত, বন্দুকের নলে
দমন পিড়ন চলতেই থাকে
ভেবনা তুমি বিচারের বাহিরে
কলংকিত অধ্যায় বাংলার ইতিহাসে।