কর্মজীবী
-আসাদুর
.
সুখের ভেলায় সুখ ছিটিয়ে বেড়াই
ভালো মন্দো নাহি দেখি সবখানেই যাই।
.
কর্মই কর্তব্য, কর্ম আমার নিয়তি
করে যাই কর্ম, প্রাপ্তির আশা না রাখি।
.
গোলামীর জন্য আগমন গোলামী করো ভাই
কর্মফলের আশা করার হুকুম তো পাই নাই।
.
কর্মফলের আশা নাহি করে
এমন কর্মজীবী আছে কি দুনিয়ায়?
.
বাছা কর্তব্য যাহা করে যাও
ফল তো উপর ওয়ালার হস্তে, তা কেমনে চাও?
.
আশার বানী যাও শুনি
রিক্ত হস্তে কাহাকেও ফেরান না উনি।
.
কর্মজীবী ইতিহাসে তারই ঠাঁই হয়
করে কর্তব্য পালন তবে ফলের আশায় নয়।