ঊষার ওই লাল রবি
করেছে মোরে খেয়ালি কবি,
ভাবুক সেই রুপের ছবি
কলম খাতায় ফুটে তুলি।


বাঁচতে চাই মরার পরেও
শখ করে লেখা হলেও
খুঁজলে পারে এর মাঝেও
লেখাগুলো যদি পড়ে কেহ।


স্বপ্ন দেখে স্বপ্ন আঁকি
এ নয় নিছক পাগলামি,
অকৃত্রিম স্বাদে হবে উদাসী
নকলের আমি ধার না ধারী।


টেবিল ভরে রেখেছি খানা
ভিন্ন স্বাদের ভিন্ন রসনা
জ্বালিয়ে রাখো আলো,নিভিয়ে দিওনা
যার যার যা লাগে নিতে পারো,গিলে খেওনা।