""
ফুলের বাগিচায় প্রজাতিরা উড়ে বেড়ায়
জানালার পাশে দেখছি বসে
আমি নিরালায়।
রাতের জোসনায় মাদুর বিছিয়ে বারান্দায়
আমিও মগ্ন প্রায়।


ওই ফুলের মাঝে তোমার সাজে
প্রজাপতি আমি বসে
ওই জোসনার আলোয় তোমার বলয়
ঘিরে রয়েছে আমার চারিপাশে।


দিওনা দোষ মোরে মিছে।।


যে যারে ভালোবাসে, আখিরাতেও পায় তারে
কৃষ্ণচূড়ার রাঙা ফুলে আকাশের নীলে
প্রকৃতির সবুজে, ভালোবাসার সাজি, দিলাম ভরে,
মিছে দোষ দিওনা মোরে।


পরিচিত সুবাসে বলে বাতাসে -
তুমি নিশ্চয় এসেছিলে দেখতে আমায়,
মনের খেয়ালে অর্ধ তন্দ্রা যে,
ভাংগে ঘুম তোমার স্বপ্ন ছোঁয়ায়।


মৃদু হাসি ঠোঁটে- তোমার ছোঁয়া মিশে
দিওনা দোষ মোরে মিছে।।


ভালবাসার বকুল কুড়িয়ে মালা গেঁথে
যাহার অপেক্ষায়,সে গিয়েছে মেলায়।
ভয় নেই এসেছি খালি গলায়
দাও গাঁথা মালা নিজ হাতে গলাতে পড়ায়।।