মানবতাকে জাদুঘরে দেখে
বাবা বাবা মানবতা কি?
গণতন্ত্রকে আঁকড়ে রেখে
মানবতা, জাদুঘরে করে কি?


তোরা মানুষ হতে পারলি কই,
নতুন প্রজন্মের প্রশ্নের উত্তর নাই ,
আইনের জালে মৌলিক অধিকার
কেঁড়ে নিলো বিবেকহীন ভাঁড় গুলোই ।


সেই দিনের ক্ষণ গুনে,
প্রতিক্ষায় থাকবো রয়ে -
আসিবে কবে তোমার জীবনে ,
তখন কান্না করে কি হবে ।


এত এত অমানুষ হয় কর্ণধার -
কি করে? গজবের আগমনী সুর-
আসিতেছে হয়তো এদের হাত ধরে। ,
মানবতাকে জাদুঘর হতে টেনে হিঁচড়ে।