পূজা পার্বণে মাথা নত করে
নিজেদের বানানো মূর্তির সামনে,
ইট পাথরে গড়া মসজিদের দেয়ালে
মাথা নত করে, পার্থক্য কিসে?


মূর্তি পূজা করে যাহারা
বলে মূর্তির ভিতরের ইশ্বরের পূজা করে,
মসজিদের দেয়ালে নয়
আল্লাহ কে মুসলিম রা সেজদা করে।


আসলে কি মূর্তির ভিতরে থাকে ইশ্বর
আর আল্লাহপাক থাকেন কাবার ভিতর?  
কোথায়  থাকেন সৃষ্টিকর্তা, এই বিষয়ে আছি বেখবর।
আল্লাহ থাকেন মানুষেরই ভিতর।


আল্লাহ আছেন লা মোকামে জাত রুপে,
আর এক মানুষের শাহ রগের নিকটে,
রাসুল পাক বলেন, আমি যখন সেজদা দেই
মুক্তাদিরগণকে দেখি সামনে।


দিলে তুমি মানুষের পায়ে সেজদা
ইমাম সাহেব কি করবে, ভেবে পায়না।
পেছনের কাতারের সবাই কে ত
ইমাম সাহেব সামনে দেখতে পায় না।


ইবলিশ হলো যে জনে
আদমে সেজদা না দিয়ে,
তুমি কে হে মুক্তি পাবে
আদমের পায়ে ভক্তি না দিয়ে।


আপন আপন পীর চিনে
আহলে বায়াত পাকের চরণে
সেজদা দিলে আল্লাহ পাক পাবে।
এই চর্ম চোক্ষে কি আল্লাহ দেখা যায় রে?


আল্লাহ ছাড়া সেজদা
দিবনা দিবনা, বলে ইবলিশ হলো সে,
একই বাণী কেনো মানুষের মুখে?
ফেরেস্তা দিলো সেজদা, মুক্তি পেল তবে।


দেখ আল কোরানে, নবী অন্য নবী কে সেজদা করে,
দেখ হাদিসে, সাহাবী সেজদা করে আল্লাহর রাসুল কে।
অন্তর চক্ষু খুলে দেখ
আলহামদুলিল্লাহর মানে!
অন্য কেউ থাকিলে তো  তার ও প্রসংশা করিতে।