মধ্যস্থতা কর যাহারা,তোমাদের বলছি শোনো
অন্যের হক মেরোনা,পকেট ভরার জন্য।
আগে ছিল রাজারা, মন্ত্রী - নায়েব - পেয়াদারা -
শোষণ করতো তাহারা,দুর্নামে রাজা বেচারা।
রাজার দিল হলে নরম, নায়েবের খুলত  কপাল
বেচে দিত লজ্যা-শরম, মরতো কৃষক গোপাল।


কর্তা হলেন ভালো, ম্যানেজার তুমি কালো,
গরীবের বিপদ হলো,কমিশন শুরু হলো।
বৃষ্টি এলো গুড়িগুড়ি, বাড়িতে ইলিশ ভাজি,
দিতে হবেনা পয়সাকড়ি, ওটা আমি ভরি।
তেল মারে বাবু,কর্তা জানেনা কিছু,
লাঠিতে ভাংগে হাটু,কে হলো নীচু?