কতটুকু ভালোবাস  মোরে?
অনেক, মাপা যায়না যা পরিমাপ করে ।


পেয়েছি আমি সেই অমূল্য রতন, যা ছিলো যতনে তাহার কাছে -
দিবো কতশত সেই উদাহরণ,আসা-যাওয়ার পথে সে অপলক চেয়ে থাকে ।


কত অধির হয়ে অপেক্ষা তাহার;আসবে সেই আমি কোন ক্ষণে-
আমায় দেখে পুলকিত হাসির বাহার,সামনে রেখে দিবে যাহা রেধেছিলো এতক্ষণে ।


একটা একটা করে তুলে ঢাকনা ,বলবে দেখো তবে হাত দেওয়া মানা-
আগে  যাও সোজা অযু খানা ;শাষণ করে;করুক, ও যে আমার সোনার ময়না ।


বিধাতার প্রশংসা করি যত ,তবু কম  হয় - হয়না মনের মত,
দিয়েছ আমায় ভুরিভুরি সুখ , পাই দু'জনে যখন দেখি দু'জনের মুখ।


ভালোবাসা কি পরিমাপ যোগ্য ,
তাই ত ইহা অমূল্য ।