সাদা -কালো বা রঙিনে ডুবে
থাকতে চাইনা,
এসবে থাকলে বিশালতার মাঝে
থাকা যায় না।


কলসের পানি কেনো!
যাও সমুদ্রে
পরমের সংগে মিশতে হলে
আসো ঊর্ধ্বে।


ধন দৌলত মোহ খেলছে
মোদের লয়ে,
নিজের পরিচয় পেয়ে
বেশ লজ্জ্যা লাগছে।


সূর্য ত্বেজ দীপ্ত, তারকারাজি মিস্ট
কোনটা দেখবে?
চকচকে বেশি উজ্জ্বল!  
তবে পুড়ে যাবে।


তালায় তালায় কত শান্তি
উপর থেকে দেখলে,
নীচে শুধু খান্নাসের জাল
কবে এসব ছিঁড়বে।


সমীরণের ঢেউ জোরেশোরে শ্বাস
আহ! প্রশান্তি,
তাহলে টাকা পয়সায় কি খুঁজি?
যাই খু্ঁজি পাই অশান্তি।


সেই সাধুদের বোবা কাহিনী
খুব মনে পড়ছে,
শয়তান তাদের পিছু ছাড়েনি
কথা বলিয়ে ছাড়ছে।


বিপদ আর বিপদ আনিলো
ফাঁদে পড়েছে,
আহ! কস্ট, মুখ খোলাতে,
আসো বোবা হবে।


শুকনো মাটি, অঝোরে বৃষ্টি
বন্ধুত খাঁটি,
ফলের নামেই কিন্তু
গাছের নাম চিনি।


ধন্যবাদ, আশেপাশে যা আছে
সকলের জন্য,
ছাত্র থেকে শিক্ষক,  
শিক্ষা টাই পণ্য।


পণ্য বেচিঁনা, বিলাই সকাল সন্ধ্যা,
পু্ঁচকে আমি,
তাই কেউ ধার ধারেনা,
আছি বেশ নিরিবিলি।


যত ডাকবে তত দায়িত্ব
বধির নয়,
হাহাহা, শয়তান কে লেলিয়ে,
আছি আমি নেই ভয়।


মাকড়সার জাল বোনা দেখলাম,
কি অসাধারণ,
আল্লাহ্ আল্লাহ্ বলো,
রাসুলের কথা কেন বারণ?  


বলেছি পণ্য বেচিঁনা,  তাই সাদামাটা,
আহ!  রুপান্তর, আহ!
বিদ্যুৎ শক্তিকে আলোয় রুপান্তর করে,
বলছে বাহ! বাহ!


সূর্য উঠেছে সাড়ে সাত সেকেন্ড আগে,
তুমি কখন দেখলে?
সাড়ে সাত সেকেন্ডে যে রশ্মি এলো
সূর্য নয়, সেটা তবে কে?


সাদা কালো বা রঙিনে নয়,
বের হও,
শূন্যে মহা শূন্যে,  
একা হও।
একা হও।


সিদরাতুলমুনতাহা হতে একা যেতে হবে,
নিজ গুরু ও সাথে থাকা শয়তান,
দুই দিক হতে হারিয়ে যাবে,
একা নিজেকে দেখবে,হবে সব ফান।