ঘন মেঘে ছেয়ে গেছে নীল আকাশ,
কালো জলে ছবি দেখে নেই উচ্ছাস।
ভারী হয়ে যাচ্ছে কেনো চারিপাশ
মনে হয় থেমে গেলো বাতাস.


পাখি আর উড়ছে না আকাশে
কালো মেঘ কাটছে না সহসাতে।
ফুল গুলো যায় ঝরে পত্রপল্লবে
কেহ নিবে কি? নাকি পিসে ফেলবে!


পথিক থেমে যায় অসাড়তায়
পথে আসে আলো, গুরু সহায়।
গুরু বদনে নেই ভয় নেই আর ডর,
সালাম জানায়ে যায়, থাকুন নিরন্তর।